মো. বাবুল শেখ ,পিরোজপুর: ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ, প্রশমন ও করণীয় বিষয়ে পিরোজপুরে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর)সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিরোজপুর গণউন্নয়ন সমিতি ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক , এনজিও কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনি তার বক্তব্যে বলেন, “টিএফজিবিভি সম্পর্কে সাংবাদিকদের আরও জানতে হবে এবং সমাজকে জানাতে হবে। ভুলতথ্য ও অপতথ্য কঠোর হাতে দমন করতে হবে। গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে।”
কর্মশালায় বক্তারা প্রযুক্তিনির্ভর সহিংসতার ধরন, এর প্রভাব, বিদ্যমান আইন, প্রতিরোধের উপায় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারী সাংবাদিকরা টিএফজিবিভি প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং নতুন অংশীজন—যেমন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, বিকাশ-রকেট এজেন্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান স্বাগত বক্তব্যে পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতার বর্তমান চিত্র, সীমাবদ্ধতা এবং করণীয় তুলে ধরেন। অনুষ্ঠানে প্রযুক্তির সহায়তায় সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান,পিরোজপুর জেলা সহকারী তথ্য কর্মকর্তা আব্দুলাহ আল মাসুদ সহ ১২ জন নির্ধারিত বক্তাসহ অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং টিএফজিবিভি বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতার ঘটনায় করণীয়, সমন্বয় এবং সরকারি সহায়তা নিশ্চিত করণের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে অব্যাহত সহযোগিতা এবং তথ্য বিনিময়ের পরিবেশ গড়ে তোলার মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শেষ হয়।