প্রভাত সংবাদদাতা, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের পর আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রবিনটেক্স গার্মেন্টস–এর ভবনে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মাঝে। ভবনের বিভিন্ন স্থানে দেয়ালের পলেস্টার খুলে পড়া ও ফ্লোরের টাইলস ভেঙে বিকট শব্দের সৃষ্টি হলে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আউখাবো এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে কিছু ক্ষুব্ধ শ্রমিক বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
শ্রমিকদের বরাতে জানা যায়, রবিনটেক্স গার্মেন্টসে প্রায় ৮ হাজার শ্রমিক কর্মরত। এর মধ্যে ৪ হাজার শ্রমিক সুইং সেকশনে কাজ করেন।
গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রূপগঞ্জের বেশ কয়েকটি কারখানার ভবনে ফাটল দেখা যায়। শনিবার সকালে শ্রমিকরা ফাটলের ভয়ে কাজে যোগ না দিয়ে ভবনের বাইরে অবস্থান নেন। পরে কারখানা কর্তৃপক্ষের চাপের মুখে শ্রমিকরা কাজে প্রবেশ করতে বাধ্য হন।
সুইং সেকশনের শ্রমিকরা ৭তলা ভবনে মেশিন চালু করলে হঠাৎ করে ৬ তলার দেয়ালের পলেস্টার ঝরতে শুরু করে এবং ফ্লোরের টাইলস ভেঙে বিকট শব্দ হয়। মুহূর্তেই আতঙ্কে শ্রমিকরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অনেকে পড়ে গিয়ে আহত হন।
খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ জানায়, বুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করে নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। দুপুর ৩টার দিকে বুয়েটের টিম ভবন পরিদর্শনের কথা জানানোর পরপরই কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে।