• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হোমনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ তিতাস উপজেলা ছাত্রদলের পাথরঘাটায় আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে বিএনপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড চকরিয়ার ডুলাহাজারায় চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে খুলনায় মানববন্ধনে হামলা, মারধর পাকিস্তানের আদিয়ালা জেলেই আছেন ইমরান খান, সুস্থ আছেন : কর্তৃপক্ষ গিনি-বিসাউর ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড নাজিরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের স্মারকলিপি প্রদান

হোমনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রভাত রিপোর্ট / ৫২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মেহেদী হাসান,হোমনা :কুমিল্লার হোমনায় হোমনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের বকুলতলায় দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদা রিমা। তিনি বলেন,“হোমনা সরকারি কলেজের প্রতিটি শিক্ষার্থীর সুখে–দুঃখে ছাত্রদল সবসময় পাশে থাকবে। কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা, উপজেলা ও কলেজ শাখা—সবাই সহযোগিতায় এগিয়ে আসবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম।
এ ছাড়াও বক্তব্য দেন— সাইজুদ্দিন সাজু, আহ্বায়ক, হোমনা উপজেলা ছাত্রদল, হুমায়ুন কবির নিরব, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, হোমনা উপজেলা ছাত্রদল, শরিফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল আবুল মুন্সি, যুগ্ম-আহ্বায়ক, হোমনা উপজেলা ছাত্রদল ইয়াছিন আরাফাত, যুগ্ম-আহ্বায়ক, এনকে ইয়ামিন (সামি), যুগ্ম-আহ্বায়ক আল আমিন, যুগ্ম-আহ্বায়ক, আমিনুল হক রাছেল, সভাপতি, হোমনা কৃষি ইনস্টিটিউট ছাত্রদল, মোহাম্মদ আলী, যুগ্ম-আহ্বায়ক, হোমনা পৌর ছাত্রদল, ছাইদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক, পৌর ছাত্রদল, মাহমুদুল হাসান, যুগ্ম-আহ্বায়ক, পৌর ছাত্রদল,
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন মোঃ নাঈম ইসলাম, সভাপতি, হোমনা সরকারি কলেজ ছাত্রদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সোহেল রানা (অন্তর), সিনিয়র সহ-সভাপতি, হোমনা সরকারি কলেজ ছাত্রদল।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে কলেজের শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীরা এমন মানবিক উদ্যোগ নেওয়ায় হোমনা সরকারি কলেজ ছাত্রদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও