• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

বাগেরহাটে সংকট নিরসনে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির নাগরিক সংলাপ

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানীর এলাকার ধানসিড়ি সভা কক্ষে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এবং লিডার্স (লোকাল এনভায়রনমেন্ট ডেভেল পমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চসোসাইটি)-এর সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে দিনব্যাপী নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে উপকূলীয় অঞ্চলের জলবায়ু জনিত সংকট, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, বাস্তুচ্যুতি, লবণাক্ততা, পানি সংকট, জীবিকা হুমকি এবং অবকাঠামোগত দুর্বলতা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, সমুদ্রগামী জেলেদেও জীবনমান উন্নয়ন, জলাবদ্ধতা সঙ্কট নিরসন বিষয়ে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট ও কার্যকর প্রতিশ্রুতি নিশ্চিত করা। সভায় উপস্থিত সকলেই একমত পোষণ করেন।
বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মো. ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ফারুখ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক এসএমসাদ্দাম, গণ অধিকার পরিষদের খায়রুল বাসার,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান,নার্গিস আক্তার ইভাসহ জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামসহ বাগেরহাট জেলার নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও