• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কচিখালীতে ফাঁদে আটক হরিণসহ শিকারী আটক, পালিয়েছে দুই শিকারী পেনশন ফাইল আটকে ঘুষ-বদলি, শেষে টাকা দিয়ে দুদককে জানালেন শিক্ষক আওয়ামী লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল : প্রধান উপদেষ্টা তিতাসে শীতার্তদের মাঝে ১২০০ কম্বল বিতরণ তিতাসে মজিব বেপারীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া কুরআন শরীফ ও কম্বল বিতরণ বঙ্গোপসাগরে ৫০০ কিমি এলাকাজুড়ে নোটাম জারি ভারতের আটলান্টিক মহাসাগরে তেলবাহী ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাবে ফ্রান্স-যুক্তরাজ্য, সমর্থন যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি সম্পত্তিতে স্থায়ী ইমারত নির্মান সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ বিক্রি করেছে ভেনেজুয়েলা

দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিলো ভেনেজুয়েলার সেনাবাহিনী

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক : ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়েছেন। গত শনিবার শেষরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় ‍যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।
প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর রবিবার সকালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। রবিবারের ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং সেনাবাহিনী এই ঘোষণাকে সমর্থন করছে। আমি ভেনেজুয়েলার সাধারণ জনগণকে নিজেদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।”
প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের সময় মার্কিন সেনাদের বাধা দিতে গিয়ে নিহত হয়েছেন প্রেসিডেন্টের কয়েকজন দেহরক্ষী। রোববারের ভাষণে মাদুরো ও তার স্ত্রী কে অপহরণ এবং তার দেহরক্ষীদের নিহতের নিন্দা জানিয়েছেন ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তবে কতজন নিহত হয়েছেন— তা উল্লেখ করেননি তিনি। শনিবার শেষ রাতে মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর রোববার সকাল থেকে থমথমে ছিল রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন শহর-বন্দর-গ্রাম। অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষপ্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ ছিল।
রবিবারের ভাষণে পাদ্রিনো বলেন, “আমি ভেনেজুয়েলার জনগণকে অর্থনৈতিক, পেশাগত, শিক্ষাগত সব ধরনের কার্যক্রম ফের শুরু করার আহ্বান জানাচ্ছি। আমাদের মাতৃভূমি সংবিধান মেনেই চলবে।”

সূত্র : এএফপি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও