• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনের কচিখালীতে ফাঁদে আটক হরিণসহ শিকারী আটক, পালিয়েছে দুই শিকারী পেনশন ফাইল আটকে ঘুষ-বদলি, শেষে টাকা দিয়ে দুদককে জানালেন শিক্ষক আওয়ামী লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল : প্রধান উপদেষ্টা তিতাসে শীতার্তদের মাঝে ১২০০ কম্বল বিতরণ তিতাসে মজিব বেপারীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া কুরআন শরীফ ও কম্বল বিতরণ বঙ্গোপসাগরে ৫০০ কিমি এলাকাজুড়ে নোটাম জারি ভারতের আটলান্টিক মহাসাগরে তেলবাহী ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাবে ফ্রান্স-যুক্তরাজ্য, সমর্থন যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি সম্পত্তিতে স্থায়ী ইমারত নির্মান সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ বিক্রি করেছে ভেনেজুয়েলা

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত অন্তত ৩০

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক। হামলা চালিয়ে লোকজনকে হতাহত করার পাশাপাশি মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গা্রামের কাসুয়ান দাকি মার্কেটে ঘটেছে এ হামলা। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, “গতকাল রোববার মোটর সাইকেলে চেপে বেশ কয়েকজন বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।
স্থানীয় লোকজনের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন আরও বলেন, “হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।”
হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, “ডাকাতরা এমনকি নারী-শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় মার্কেটে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিলো না। আমরা মার্কেটে লাশ খুঁজছি।” এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। “অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী অঞ্চলগুলোতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে”, বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট।
এই হামলার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে ৩০০ যন শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই শিক্ষার্থীদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও