• শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন আগে একাত্তর নিয়ে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : তারেক রহমান কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাবির জলাশয়গুলোতে এখন আর পাখিরা ডানা ঝাপটায় না, নেই কলকাকলি `নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না’ এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত জামায়াত নেতার মৃত্যুতে জাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মস্কোয় পুতিনের সঙ্গে আল-শারার বৈঠক, বাশারকে কি ফেরত দেবে রাশিয়া ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘আঙুল ট্রিগারে’

উত্তরা ট্র্যাজেডি: ময়মনসিংহে একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

ফারুক আহমেদ, ময়মনসিংহ: ঢাকার উত্তরায় অগ্নিকান্ডের ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই পরিবারের ৩ জন নিহতের ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। তাদের দাফনেন করা হয়েছে পাশাপাশি কবরে। উপজেলার সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামে গিয়ে দেখা যায় মর্মান্তিক দৃশ্য। এর আগে, এদিন সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়লে পঞ্চম তলায় আটকা পড়ে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন-ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের দড়িপাচাশি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন (৫২), তার বড় ছেলে রাহাব উদ্দিন (১৭) এবং ভাতিজি রোদেলা আক্তার (১৪)।
নিহতদের পরিবার সূত্র জানায়, প্রায় ৩০ বছর ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন হারিছ উদ্দিন। সেখানে তিনি ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভালোই চলছিল হারিছ উদ্দিনের। এর মধ্যে রোদেলা আক্তার উত্তরার একটি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতো। ঘটনার আগের রাতে (বৃহস্পতিবার) ছোট ছেলে নবাবকে সঙ্গে নিয়ে হারিছের স্ত্রী রিনা আক্তার মিরপুরে তার বাবার বাসায় বেড়াতে যান। এতে বেঁচে যায় ছোট ছেলে নবাব ও হারিছের স্ত্রী।
নিহত হারিছ উদ্দিনের মা সাহারা খাতুন বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে গো, আল্লাহ তুমি এইডা কী করলা।’ এভাবেই আহাজারি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।
নিহত হারিছ উদ্দিন, ছেলে রাহাব উদ্দিন ও ভাতিজি রোদেলাকে দাফনের জন্য দরিপাচাশি বায়তুন নুর জামে মসজিদের পাশে পাশাপাশি খনন করা হয়েছে কবর। রাতেই নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় তাদের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও