• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

পীরগঞ্জ পুর্ব চৌরাস্তায় ব্যবসায়ীদের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পুর্বচৌরাস্তা ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা ও পিকনিক সম্পন্ন হয়েছে। গতকাল (১৫ এপ্রিল) পূর্বচৌরাস্তা ব্যবসায়ী সমিতির আয়োজনে ব্যবসায়ী সকল সদস্য এতে অংশগ্রহণ করেন। সভায় পীরগঞ্জ পূর্বচৌরাস্তা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং উন্নয়ন ও গবেষণা কর্মী ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান, গেস্ট অফ অনার উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি রাজিউর রহমান রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, শ্রমিক ঐক্য জোটের সভাপতি সাহেব আলী প্রমুখ।
এ সময় ব্যবসা সংক্রান্ত নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আহবায়ক কমিটি ভেঙ্গে গোলাম রব্বানী সভাপতি ও রাজিউর রহমান রাজাকে সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে অতিথিদের ক্রেস্ট প্রদান, র‍্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সভায় ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও