• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

গরমে বেড়েছে তরমুজের চাহিদা, সিরাজগঞ্জে বেচাকেনা জমজমাট

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ: দেশের সব এলাকাতেই বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। আর গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে তরমুজের চাহিদাও বেড়েছে দ্বিগুণ। পবিত্র মাহে রমজানে ইফতারে তরমুজের চাহিদা যতটা ছিল, রমজানের পরে এপ্রিল মাসে গরম বেড়ে যাওয়ায় এই চাহিদা এখন তুংগে। সিরাজগঞ্জ জেলা জুড়েও বেড়েছে তরমুজের চাহিদা। বুধবার (২৩ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন, শিয়ালকোল বাজার, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর গড়াতেই বাজারে তরমুজ কিনতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বাজারজুড়ে এখন তরমুজের বেচাকেনা চলছে জমজমাটভাবে। প্রতিটি বাজারের বেশ কিছু স্থানে বসেছে তরমুজ বিক্রির দোকান।
তরমুজ ভালো কিংবা মন্দ, এটা বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকায় দামাদামি করে ক্রেতাকে তরমুজ কেটে ভেতরের অবস্থা দেখিয়ে বিক্রি করছেন বিক্রেতা। মান ভেদে তরমুজ কেজিতে ৩০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার ভদ্রঘাট এলাকার তরমুজ বিক্রেতা মো. টুটুল বলেন, তীব্র গরমের কারণে প্রতিদিনই বাড়ছে তরমুজ বিক্রি। আগে যেখানে দিনে ২০-২৫টি তরমুজ বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০-৩৫টিতে। শিয়ালকোল বাজারের তরমুজ বিক্রেতা জহুরুল হক বলেন, মানুষ আর কিছু কিনুক বা না কিনুক, ছোট কিংবা বড় একটা তরমুজ কিনে নিয়েই যাচ্ছে। বেচা-বিক্রিও ভালো হচ্ছে।
বাজার স্টেশনের এক বিক্রেতা বলেন, এবার গরম শুরু হতেই চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। দাম কিছুটা বেশি হলেও মানুষ কিনছে নিয়মিত। এদিকে এক ক্রেতা জানান, গরমে ঠান্ডা খাবারের বিকল্প নেই, আর তরমুজ হচ্ছে সবচেয়ে সহজলভ্য ও উপকারী ফল। শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে এবার তরমুজ নিয়ে যাচ্ছি। তরমুজের এ বাজার পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও