• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে নজর কাড়ছেন দিগ্বেশ রাঠী

প্রভাত রিপোর্ট / ৪৭ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে নজর কাড়ছেন দিগ্বেশ রাঠী। পারফরম্যান্সের সঙ্গে তার উদযাপনের ধরণও সবার নজর কেড়েছে। ‘নোটবুক’ উদযাপন এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে। এই উদযাপনের কারণে একাধিকবার শাস্তিও পেতে হয়েছে দিগ্বেশকে। পঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশু আর্চকে আউট করে প্রথম নোটবুক উদযাপন করেছিলেন দিগ্বেশ। এ নিয়ে এবার তিনি বলেছেন, উইকেট নেওয়ার পর উদযাপন করে আলোচনায় উঠে এসেছিলাম। আসলে আমি আর প্রিয়াংশু খুব ভালো বন্ধু। ম্যাচের আগেই আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। ও বলেছিল, আমার বলে বড় শট খেলে রান করতে পারলে নোটবুক উদযাপন করবে। আর ওকে আউট করতে পারলে আমি করব। আর কিছুই না। আমি নিজের নোটবুকে ওর নাম লিখেছিলাম শুধু।’
দিগ্বেশ জানিয়েছেন, ‘নোটবুক’ উদযাপন করে কাউকে হেয় করতে চাননি। যদিও তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাধিক বার শাস্তি দিয়েছে।
এ নিয়ে দিগ্বেশ বলেছেন, ‘বিসিসিআইয়ের নিয়মের বিরুদ্ধে আমরা যেতে পারি না। তাই পরে আমি মাঠের উপর লিখতে শুরু করেছি।’ আউট করার পর কী লেখেন ‘নোটবুকে’? জবাবে দিগ্বেশ বলেছেন, ‘কী লিখি, বলতে পারব না। গোপনই থাক বিষয়টা।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও