• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন সংবিধান বদলাতে হবে, বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান : হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ হলো, বুঝে আসে না: প্রিন্স জাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, গেজেট প্রকাশ তিতাসে পাওনা টাকার জেরে রাজমিস্ত্রীকে হত্যা, দুই যুবক গ্রেপ্তার দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

ভায়াদোলিদের মাঠে ২-১ গোলে জয় পেলো বার্সেলোনা

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া। তারপর ঘুরে দাঁড়িয়ে জয়। ইউরোপের ফুটবলে ‘কামব্যাক’-এর কথা বললে সবার আগে চোখে ভাসে রিয়াল মাদ্রিদের নাম। মাঝে একটা সময় তো যেন ঘুরে দাঁড়ানোর বিশেষজ্ঞই হয়ে উঠেছিল রিয়াল।
তবে এখন বোধ হয় রিয়াল মাদ্রিদ নয়, ‘কামব্যাক কিং’ তকমাটা বার্সেলোনার সঙ্গেই বেশি মানানসই। ঘুরে দাঁড়ানো জয়টাকে যে ইদানীং অভ্যাস বানিয়ে ফেলেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ নয়, এখন হান্সি ফ্লিকের বার্সেলোনাই যেন কামব্যাক স্পেশালিস্ট। গত রাতেই যেমন ভায়াদোলিদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে রাফিনিয়া (৫৪তম মিনিট) ও ফারমিন লোপেজের (৬০তম মিনিট) গোল বার্সেলোনাকে ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট এনে দেয়।
এই মৌসুমে (২০২৪-২৫) লা লিগায় বার্সেলোনা এ নিয়ে পঞ্চমবার পিছিয়ে পড়েও ম্যাচ জিতল। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা এই মৌসুমে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে ৮টি, যার মধ্যে শুধু ২০২৫ সালেই ৬টি। এর আগে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রের ফাইনালসহ চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে পিছিয়ে পড়েও জিতেছে বার্সেলোনা। ভায়াদোলিদের বিপক্ষে জয়টি বার্সেলোনার এই মৌসুমে ৫৫ ম্যাচে ৪১তম। এর মধ্যে লা লিগায় ২৫টি, চ্যাম্পিয়নস লিগে ৯টি, কোপা দেল রেতে ৫টি ও সুপার কাপে ২টি ম্যাচ জিতেছে বার্সেলোনা। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছে ১৬০টি, ম্যাচপ্রতি ২.৯০ গোল।
দুর্দান্ত এই জয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯, ৩৩ ম্যাচে রিয়ালে ৭২।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও