• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব ফিজিওথেরাপি সেন্টারে অভিযান ও হয়রানি বন্ধের দাবি নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক অকাল মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি উন্নয়নের ধারা টেকসই করতে গাছ লাগানোর আহ্বান পরিবেশ উপদেষ্টার পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম আগে সংস্কার পরে নির্বাচন হবে এটা শুনতে চাই না : মঈন খান ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেয়ার চেষ্টা করছে: রিজভী সরকারের একটি অংশ স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে: যুবদল সভাপতি

বাস থেকে ফেলে ছাত্র হত্যা : সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা,গাজীপুর: গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। শনিবার (১০ মে) বেলা ১১টায় তারা মহাসড়ক অবরোধ করেন। তারা তাকওয়া পরিবহনের একটি বাস ভাঙচুর করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিচারের আশ্বাস পেয়ে সাড়ে ১২টার দিকে মহাসড়ক ছেড়ে চলে যান। যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজট দেখা গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাড়া নিয়ে বিতর্কের জেরে সিয়ামকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ও এলাকাবাসীকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও