মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাসে আলোচিত কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে ২য় শ্রেনীর শিক্ষার্থী ফারহান ইসলাম রোহান (৭)-এর চোখ জখম হয়। স্কেলের আঘাতে তার ডান চোখ গুরুতর জখম হয় এবং চোখটি নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিতাস থানায় একটি মামলা করা হয়। থানার মামলা নং ০৬, তারিখ ০৮/০৯/২০২৪, ধারা-৩২৬। মামলার আসামী করা হয় মোঃ রাহাতুল ইসলাম সৌরভ(২৩), পিতা- মোঃ মোতাকাব্বির, মাতা- মোসা: নাঈমা আক্তার, গ্রাম বাতাকান্দি সরকার বাড়ি, ০৯ নং ওয়ার্ড, জগতপুর ইউপি, থানা-তিতাস,জেলা-কুমিল্লা’কে । এতদিন শিক্ষক আত্মগোপনে ছিলন। পরে তিতাস থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে রবিবার(১১ মে) গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামি বাতাকান্দি সেবা মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষক। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।