• শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আ’লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন : আমির খসরু মাহমুদ চৌধুরী উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা ছুটির দিনে অফিস, সচিবালয় ব্যাংকে উপস্থিতি কম নাজিরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত উত্তরের কৃষি অর্থনীতি নির্ভর গাইবান্ধার বহু কৃষক সনাতন পদ্ধতিতেই চাষাবাদ গাইবান্ধার সাত উপজেলায় প্রস্তুত ১ লাখ ৯৬ হাজার ২৭৭টি গবাদিপশু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের জারুল ফুলে ছেয়ে গেছে তেঁতুলিয়া নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছেন নববধূ লক্ষ্মীপুরে পাঁচ দফা দাবিতে মাউশির শিক্ষকদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার রাস্তায় অবস্থানের কর্মসূচির পর শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণে খুব দ্রুত এ কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আমরা সারা দিন এটা নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।
এসময় ইউজিসি চেয়ারম্যান দাবি আদায়ের জন্য গণঅনশনে অংশ নেয়া শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, আমাদের চতুর্থ দাবি ছিল আমাদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। হামলার ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া সাত দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও