• সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট : লালমনিরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী। লালমনিরহাট সদর হাসাপাতাল সম্পর্কে দুদকের কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এ অভিযান চালায় দুদক কুড়িগ্রাম কার্যালয়ের একটি দল।
দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী অভিযান কালে হাসপাতালের রোগীদের খাবার,স্টোর রুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। হাসপাতালটিতে খাবার পরিমান ৯০ গ্রাম এর বিপরীতে ৩০ থেকে ৫০ গ্রাম সরবরাহ ঔষধ সরবরাহে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।
এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোকাদ্দেম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সামিরা উপস্থিত ছিলেন। সহকারী উপপরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আজকের অভিযানের পুরো প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব, কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও