• সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাইয়ের ১৯ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা অতীতের শাসকেরা কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে : হাসনাত বেরোবিতে সক্রিয় ছাত্রদল-শিবির, প্রতিবাদে প্রশাসনকে শাড়ি-চুরি ‘উপহার’ এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ, শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দ্রুতই অমীমাংসিত বিষয়ে ঐকমত্য হবে, আশা আলী রীয়াজের সোহাগ হত্যার ঘটনায় দোষ স্বীকার করলো মূল হোতা মহিন জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের ঘটনায় চার হত্যা মামলা, আসামি ৬ হাজার তিস্তার পানি বাড়ছে, বন্যার শঙ্কা টাইফুন উইফা: হংকংয়ে মুসল্লিদের সুরক্ষায় মসজিদের কার্যক্রম সাময়িক বন্ধ

দাবি আদায়ে অনড় পবিস কর্মীরা, চলছে অবস্থান

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট : অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। সোমবার (২৬ মে) ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মীরা বলছেন, টানা ছয়দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত সরকারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
বিদ্যুৎ সেবা চালু রেখে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচিতে যোগ দিয়েছেন কয়েকশ কর্মকর্তা-কর্মচারী। তাদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারাও পল্লী বিদ্যুৎ কর্মীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে গত বুধবার (২১ মে) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা।
সাত দফা দাবিগুলো হলো— ১. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ। ২. ‘এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ’ অথবা দেশের অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন। ৩. মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পৌষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ। ৪. মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল। ৫. গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে। ৬. জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে। ৭. পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও