• সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

ডেমরার কোনাপাড়ার আইডিয়েল রোডে জলাবদ্ধতায় জন দুর্ভোগ চরমে

প্রভাত রিপোর্ট / ১৫০ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
রাজধানীর ডেমরার কোনাপাড়ার আইডিয়েল রোডসহ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছবি : সৌখিন ফটোগ্রাফার নাঈম

প্রভাত রিপোর্ট: নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে টানা বৃষ্টিতে রাজধানীর ডেমরার কোনাপাড়ার আইডিয়েল রোডসহ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩০ মে) বৃষ্টি কিছুটা কমলেও জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দরা। অনেক এলাকায় দোকানপাটে পানি ঢুকেছে।
ডেমরার কোনাপাড়ার আইডিয়েল রোড এলাকা ঘুরে দেখা যায়, ডগাইর পশ্চিম পাড়া-পূর্বপাড়া , মাজার রোডের বিভিন্ন এলাকার অনেক রাস্তার পানি এখনও নামেনি। তবে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম হওয়ায় কোথাও যানজট দেখা যায়নি।
আইডিয়েল রোড বাসিন্দা মাকসুদা আক্তার রিক্তা নামে এক নারীর সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টিতে এলাকার রাস্তায় পানি জমে আছে। রাস্তার পাশে অকে দোকানেও পানি ঢুকেছে। তিনি জানান , জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে রিকশা ভাড়া দুই-তিনগুণ বেড়ে গেছে। জলাবদ্ধতায় বিভিন্ন সড়কে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন চালকরা।
ডগাইর এলাকায় মায়ের দোয়া নামে একটি গ্যারেজে পানি ঢুকেছে। সেটা পরিষ্কার করছিলেন নাঈম নামে এক ব্যক্তি। তিনি বলেন, সামান্য বৃষ্টি হলে এ এলাকায় পানি জমে যায়। কাল প্রচুর বৃষ্টি হওয়ার কারণে দোকানের ভেতর পানি চলে এসেছে। রাতে দোকান বন্ধ ছিল, সকালে পরিষ্কার করতে হচ্ছে।
ওই এলাকার ভেতরে গিয়ে দেখা গেছে, আবাসিক এলাকার বেশিরভাগ সড়কে পানি। গতকাল পানি ছিল হাঁটু সমান, তবে সারা রাতে তা কিছুটা কমেছে।
কোনাপাড়া থেকে ফার্মের মোড়-ডগাইর বাজার পর্যন্ত সড়কেও প্রায় হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে। এ সময় জলাবদ্ধতার কারণে অসংখ্য ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তায় থেমে থাকতে দেখা যায়।

FacebookTwitterMessengerWhatsAppEmailCopy LinkGmailViber


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও