প্রভাত প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, সকাল ১০টায় প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থানে সহায়তা প্রদানের জন্য যুব কল্যাণ তহবিল হতে যুব সংগঠন সমুহের মাঝে যুব অনুদানের চেক বিতরণ, দিনের সুবিধাজনক সময়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ কামালের জীবনী নিয়ে চিত্রাঙ্কন,রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতা ও স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল, বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গাছের চারা রোপণ, বিকেল ৪টায় রাঙ্গামাটি জিমনেশিয়ামে ব্যাডমিন্টন এবং কারাতে প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে বাসসকে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এছাড়া রাঙ্গামাটির ১০টি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রভাত/এআর