শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড ম্যাকলাফলিন-লেভরোনের

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৪   ১১:০১ এএম
webnews24

প্রভাত ডেস্ক  :  প্যারিস অলিম্পিকে নারীদের ৪০০ মিটার হার্ডলসে  স্বর্ণ পদক  জিতে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন-লেভরোন। অলিম্পিকের ইতিহাসে ৪০০ মিটার হার্ডলসে টানা দু’টি  স্বর্ণ পদক জয়ী প্রথম নারী এখন লেভরোন।

২০২১ সালে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ  জিতেছিলেন লেভরোন। এবার প্যারিসে ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক  জিতেছেন তিনি।

গত জুনে ইউজেনিতে অলিম্পিক ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড সময় নিয়েছিলেন এই অ্যাথলেট। এছাড়াও এই নিয়ে ষষ্ঠবার এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী লেভরোন।

এই ইভেন্টে লেভরোনের স্বদেশি অ্যানা ককরেল ৫১.৮৭ সেকেন্ড সময় জিতেছে রুপা। নেদারল্যান্ডসের ফেমকে বোলের ৫২.১৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতে নেন।

নারীদের ৪০০ মিটার হার্ডলসে দ্রুততম ১০টি টাইমিংয়ের মধ্যে ৭টিরই মালিক এখন লেভরোন। ৪০০ মিটার হার্ডলসে লেভরোন ছাড়া ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে শেষ করতে পারেননি ইতিহাসের আর কোন নারী অ্যাথলেট।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ঢাকা টেস্ট