রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চায় এনবিআর

প্রকাশিত - ১৫ আগস্ট, ২০২৪   ০৬:৩৫ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।বৃহস্পতিবার এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে এ-সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। ক্ষমতার পালাবদলের মধ্যে এনবিআরে নতুন চেয়ারম্যান আসার পরদিন এস আলমের ব্যাংক হিসাব তলব করা হলো।

এনবিআর সূত্রে জানা গেছে, এস আলম ছাড়া তার পরিবারের আর যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন— স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসান।

একই সঙ্গে তাদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর। পাশাপাশি তাদের নামে থাকা ক্রেডিট কার্ডসহ আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর কর্মকর্তা জানান, এস আলম ও তার পরিবারের সদস্যদের কর নথির সঙ্গে বাস্তব সম্পদের তথ্য যাচাই–বাছাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন