বিশেষ প্রতিবেদক :দায়িত্ব নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যই হচ্ছে নতুন বিসিবি সভাপতির অঙ্গীকার। তবে তার আগে ক্রিকেটের কোথায় কি সমস্যা তা খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন ফারুক আহমেদ।
টানা ১২ বছর দায়িত্ব পালন শেষে গতকাল নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। সচিবালয়ে জরুরি সভা ডেকে নাজমুল আবেদনী ফাহিমকে বিসিবির পরিচালক এবং ফারুককে সভাপতি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে বোর্ড পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং সাজ্জাদুল আলম ববি। এই দুইজনই বোর্ডের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পরই অবশ্য গুঞ্জন উঠেছিলো বোর্ড সংস্কারের। সেই সংস্কার শুরু হলো বোর্ড সভাপতি হিসেবে পাপনের পদত্যাগের মাধ্যমে। দায়িত্ব পেয়ে নতুন বোর্ড সভাপতি বলেছেন, ‘অনেক দিন ধরে কাজ চলছে। অনেক কিছু ঠিকঠাক হয় নাই। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি; তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্য দিকে যেন সরে না যাই।’
২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে বাদ পরার পর ক্রিকেট থেকে অনেকটা আড়ালেই থেকেছেন ফারুক আহমেদ। ১৯৯৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেনিয়ার সাথে বাজে অধিনায়কত্বের কারণে তাকে বাদ দেয়া হয়েছিলো। ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশের সঙ্গী ছিলেন তিনি। ওই বছরই অবসরের ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে বেশ কয়েকজন খেলোয়াড় নিয়েছিলেন যারা এখন বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দেন। তাদের মধ্যে মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। তার অবদানের কথা এই ৩ ক্রিকেটার সবসময় স্বরণ করেন। তাদের নিয়ে ফের বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ফারুক আহমেদ, ‘লক্ষ্য অনেক বড়। প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। প্লাস টিমকে ভালো একটি জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে যেহেতু এটা অনেক বড় তাই অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। তখন বোঝা যাবে কোথায় সংস্কার প্রয়োজন।’
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সমস্যা ব্যাটিং ও বোলিংয়ে। কোন কোন টুর্নামেন্টে হয় ব্যাটিং বাজে হয় কখনো বোলিং বাজে হয়। নতুন কোচ হিসেবে শ্রীলংকান চন্দ্রিক হাথুরুসিংহে যোগ দেয়ার পর থেকে নানানভাবে বিতর্কিত হয়েছে। বাংলাদেশ দলের পারফর্ম নিয়েও অনেক সময় কথা বলার জন্য সমালোচিত হয়েছেন। সেই কোচ নিয়েও নতুন সভাপতি ভাবছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ প্রসংগে কথা বলতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘চন্দ্রিকা হাথুরুসিংহের চুক্তি কতদিনের তা আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুকে বাদ দেওয়া উচিত)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’ কবে নাগাদ বিসিবির সংস্কার হওয়া উচিৎ বলে মনে করেন? এর উত্তরে নতুন সভাপতি বলেন, ‘এরপর বাকিদের সঙ্গে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে নেবো।’