রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
Proval Logo

বিমান-এর নতুন সিইও ও এমডি সাফিকুর রহমান

প্রকাশিত - ০৪ সেপ্টেম্বর, ২০২৪   ০৮:৫০ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : সাফিকুর ১৯৮৬ সালে বিমান-এ একজন ট্রেইনি বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সাবেক পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. সাফিকুর রহমান সংস্থাটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে বিমানের নতুন পরিচালনা পর্ষদ গতকাল বুধবার সাফিকুরকে এ পদে নিয়োগ দেয়।
সাফিকুর ১৯৮৬ সালে বিমান-এ একজন ট্রেইনি বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে তিনি সংস্থার প্রশাসন ও মানবসম্পদ পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্টের পরিচালক এবং বিপণন ও বিক্রয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুল্ক, বাজার গবেষণা, রিজার্ভেশন, কার্গোসহ এয়ারলাইনটির অন্যান্য বিভাগেও কাজ করেছেন।
এছাড়া তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ কর্মজীবনের পর ২০১৭ সালে অবসর গ্রহণ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস