প্রভাত রিপোর্ট : সাফিকুর ১৯৮৬ সালে বিমান-এ একজন ট্রেইনি বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সাবেক পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. সাফিকুর রহমান সংস্থাটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে বিমানের নতুন পরিচালনা পর্ষদ গতকাল বুধবার সাফিকুরকে এ পদে নিয়োগ দেয়।
সাফিকুর ১৯৮৬ সালে বিমান-এ একজন ট্রেইনি বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে তিনি সংস্থার প্রশাসন ও মানবসম্পদ পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্টের পরিচালক এবং বিপণন ও বিক্রয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুল্ক, বাজার গবেষণা, রিজার্ভেশন, কার্গোসহ এয়ারলাইনটির অন্যান্য বিভাগেও কাজ করেছেন।
এছাড়া তিনি সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ কর্মজীবনের পর ২০১৭ সালে অবসর গ্রহণ করেন।