শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

সুন্দরবনে ১৩২ কেজি হরিণের মাংস রেখে পালালেন শিকারিরা

প্রকাশিত - ১১ জুন, ২০২৪   ১১:৫১ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

প্রভাত সংবাদদাতা, খুলনা : সুন্দরবনের শাকবাড়িয়া থেকে ছয়টি বস্তায় ১৩২ 
কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। বন টহল ফাঁড়ির বনরক্ষীদের দেখে 
নৌকা ফেলে পালিয়ে গেছেন শিকারিরা। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ 
করা হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম 
বনবিভাগের শাকবাড়িয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস 
উদ্ধার করা হয়। কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা 
(ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও 
শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল 
এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। 
টর্চ লাইটের আলোয় দূর থেকে দুজন শিকারিকে সুন্দরবনের ভেতরে পালিয়ে 
যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। সুন্দরবন পশ্চিম বন 
বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, কাশিয়াবাদ 
ও শাকবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩টার দিকে চালকি খাল 
এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ 
সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাংস ও নৌকা ফেলে পালিয়ে যান 
চোরা শিকারিরা।
প্রভাত/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাগেরহাটে বেশিরভাগ ডিলার আত্মগোপনে :