আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরই এ ঘোষণা দেন তিনি।
টুর্নামেন্টের শুরু থেকেই ব্যর্থ ছিলেন কোহলি। কিন্তু ফাইনালে জ্বলে ওঠেন তিনি। ৫৯ বলে ৭৬ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন মাস্টার ব্লাস্টার। এতে ১৭৬ রানের লড়াকু পুঁজি পায় টিম ইন্ডিয়া।
শেষ পর্যন্ত কোহলির ব্যাটে ভর করে ৭ রানে জয় পায় ভারত। তাতে ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে তারা। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। এসময়ই অবসরের ঘোষণা দেন ব্যাটিং মাস্টার।
কোহলি বলেন, এটিই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ফরম্যাটে দেশের পক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছি আমি।
তিনি বলেন, আমরা এমনটাই অর্জন করতে চেয়েছিলাম। সৃষ্টিকর্তা মহান। একদিনই পারফর্ম করলাম। সেটা কাজেও এলো দলের। চেষ্টা করেছি যতটা সম্ভব দলে অবদান রাখার।
সর্বকালের সেরা ভারতীয় ব্যাটার বলেন, শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।