শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

সিলেটে গভীর রাতে আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর, আহত ৪

প্রকাশিত - ৩০ জুন, ২০২৪   ১০:৪৮ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, সিলেট :সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে আজাদের ভাতিজা তাহমিদুর রহমানসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাত সোয়া ২টার দিকে নগরের ভাটাটিকর এলাকার বাসায় হামলার ঘটনা ঘটে। অবশ্য হামলা চলাকালে কাউন্সিলর আজাদ বাসায় ছিলেন না। তিনি ৩২ নং ওয়ার্ডে তার বাড়িতে রাত যাপন করছিলেন।  
সিলেটের বহুল আলোচিত ‘টিলাগড় গ্রুপ’-এর একটি অংশের দাপুটে নেতা আজাদ ওই ওয়ার্ডে টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর। এর বাইরেও টিলাগড় গ্রুপে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকারের পৃথক দুটি শক্তিশালী বলয় রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পবিত্র ঈদুল আজহায় টিলাগড় পয়েন্টে বসানো কোরবানির পশুর হাটের টাকা লেনদেন ইস্যুতে রাব্বিসহ বেশ কয়েকজন হামলার এ ঘটনা ঘটায়। কাউন্সিলর আজাদের অনুসারীদের অভিযোগ, আলোচিত কবীর ওরফে হেরোইন কবীরের গোষ্ঠীর শেখ নজরুল ইসলাম ওরফে বিজয়, রাব্বী, রিয়াজুল, সুহেল, নাসির, সামাদসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার পৈতৃক ভিটায় হামলা চালান। পরে নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাগেরহাটে বেশিরভাগ ডিলার আত্মগোপনে :