প্রভাত স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের সমাপ্তি ঘটেছে। বিশ্বকাপ নিয়ে নানামুখি আলোচনার পর এবার দেশের ক্রিকেটের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ ২ জুলাই দুপুরে বোর্ডের সভায় বসবেন বিসিবি পরিচালকরা। বিশ্বকাপ এর পর এটাই প্রথম সভা। স্বাভাবিক ভাবেই এই সভার গুরুত্ব অনেক। নাজমুল হোসেন শান্ত'র বাংলাদেশ দলের পারফমম্যান্স এবং সার্বিক বিষয়ই প্রাধান্য পাবে বলে বিসিবি সুত্রে জানা গেছে। বিশ্বকাপ পারফমম্যান্স বিশেষ এজেন্ডায় এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের মাঠের এবং মাঠের বাইরের ঘটনা অনেক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
যদিও বাংলাদেশ এবারের আসরে সেরা আটে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ভাগ্যের গুণে সেরা আটে পৌছৈঁতে পারলেও টাইগাররা বিশ্বকাপে কাঙ্খিত ও প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে ব্যথ হয়েছে। বাংলাদেশ দল দেশের ফিরেছে। তাদের সামনে টেষ্ট সিরিজ। জানা গেছে, আগামীকালের সভায় বিশেষ গুরুত্ব পাচ্ছে শান্ত বাহিনীর পারফমম্যান্সের মূল্যায়ণ।
বাংলাদেশ দলের বিশ্বকাপ আসরে প্রশ্ন উঠেছে বেশ কয়েকজন ক্রিকেটারের পারফম্যান্স ও দলের কোচিং স্টাফদের
ঘিরে। কোচিং স্টাফদের নিয়ে অসন্তষ্ট খোদ বিসিবি বোর্ড পরিচালকদের ভেতরে। অনেকের মতে, দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সভায় ডাকা হতে পারে। তাদেরকে কাছেই বিশ্বকাপ পারফমম্যান্স সসর্ম্পকে বিশদ ভাবে শোনা হবে। এরপর সিদ্ধান্ত নেবেন বোর্ড পরিচালকরা। প্রতি বিশ্বকাপের পরই বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন নিয়ে আলোচনায় বসে বিসিবি। এবারও একই কারনে বিশ্বকাপের পর পরই সভা ডাকা হয়েছে। এদিকে সোমবার প্রধান নিবাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে সভার এজেন্ডা বিষয়ে অবহিত করেন।
এক প্রশ্নের জবাবে নিজাম চৌধুরী তিনি বলেন, ‘আগামীকাল (আজ মঙ্গলবার) বোর্ডের সভায় আমাদের রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর-বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে পরিচালকদের মধ্যে। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে। সদ্যই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ইতিহাসের নিজেদের সবচেয়ে বেশি তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে এই তিন জয়ের দুটিই ছিলো আইসিসি সহযোগী দেশ নেপাল ও নেদারল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি বড় দুই দল অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি নাজমুল হোসেন শান্তর দল।
বোর্ড থেকে দলের এই পারফরম্যান্স নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে সুপার এইটে উঠায় বিসিবি খুশি হলেও ওভার অল পারফরম্যান্স নিয়ে তারা হতাশ। প্রধান নিবাহী স্পষ্ট করে কিছু না জানালেও কোচিং স্টাফসহ অধিনায়ক শান্তকে নিয়ে বোর্ড সভায় আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই মুহুতে তিন ফরম্যাটের নেতৃত্বে আছেন শান্ত। এখান থেকে কোন একটি ফরম্যাটে শান্তকে রিলিজ দেয়া য়ায় কিনা, বিষয়টি নিয়ে বোড সভায় আলোচনা করা হবে।
এদি কে কোচিং স্টাফদের সাথে চুক্তি সর্ম্পকে প্রশ্ন করা হলে সিও সুজন বলেন, চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়াক ইন
প্রগ্রেসই থাকে । সবসময়। একজনের চুক্তি শেষ হলে তিনি আর কন্টিনিউ করবে কিনা সেটার জন্য বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। আপাতত আমাদের এই বিষয়গুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আছে। আমাদের যাদের সঙ্গে চুক্তি ইতোমধ্যে নবায়ন হয়েছে সে বিষয়গুলো কিছু অনুমোদন প্রয়োজন হতে পারে। শেখ হাসিনা স্টেডিয়ামটির ঠিকাদার নিয়োগের অগ্রগতি নিয়ে মঙ্গলবার আলোচনা হবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগের যে প্রক্রিয়া, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে। এটার জন্য যে অনুমোদনের প্রয়োজন, সেই ব্যাপারে বোর্ডে আলোচনা হবে বলে জানান বিসিবি প্রধান নির্বাহী।