শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

ভয়াবহ বন্যার আশঙ্কা এবার

প্রকাশিত - ০৭ জুলাই, ২০২৪   ০৯:৫৭ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

প্রভাত রিপোর্ট  : এবার বন্যা হতে পারে, তা ভয়াবহ রূপও নিতে পারে। দেশের দুই-তৃতীয়াংশই বন্যায় কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলতি জুলাই মাসে ভারী বর্ষণ হতে পারে। মেঘালয়, আসাম থেকে ভারী বর্ষণের পানি ভাটিতে নামে আসাম এবং বাংলাদেশজুড়েই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে কারনে জুলাই মাসে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। দেশের উত্তরাঞ্চল বিশেষকরে কুড়িগ্রাম, গাইবান্ধ, নীলফামারি, বগুরা, টাঙ্গাইলসহ নিম্নঞ্চল বন্যা কবলিত হয়েছে। বিশুদ্ধ পানির দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল বন্যা কবলি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অপরদিকে সেপ্টেম্বরেও বন্যার সম্ভবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জুলাই মাসে লানিনা চক্র প্রবলভাবে সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকায় বঙ্গোপসাগরে প্রচুর মেঘ ও জলীয়পাষ্প তৈরি হবে। এই সময়ে আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণ হবে, যা এরিমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে। পদ্মা-ব্রহ্মপুত্রের পানি বেড়ে পরিস্থিতি মারাত্মক আকার নিতে পারে। নদ-নদী, খাল-বিল পলিতে ভরাট হয়ে থাকায় সহজেই বাংলাদেশে বন্যা দেখা দেয়। পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নদ-নদীগুলোর ধারণক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। বছরের পর বছর ড্রেজিং করা হয় না। গত ২০ বছরের মধ্যে গত তিন বছর থেকে নদ-নদীতে সীমিত ড্রেজিং শুরু করা হয়েছে। সীমিত বরাদ্দ থাকায় এবং ড্রেজার সংকটের কারণে প্রয়োজনীয় ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। ড্রেজিংয়ের পাশাপাশি বন্যানিয়ন্ত্রণে বাঁধ দেয়া জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করেন
বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আশঙ্কা জুলাইয়ে টানা ভারী বর্ষণ ও উজান থেকে বৃষ্টির পানি এসে বন্যা পরিস্থিতির অধিকতর অবনতি ঘটবে। অনেক জায়গাই বাঁধ না থাকায়, আবার বহুস্থানে উজানের তোড়ে বাঁধ ভেঙে যাওয়ায় দ্রুত নিম্নাঞ্চলসহ বহু এলাকা প্লাবিত হচ্ছে। বহুস্থানে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অনেক জায়গায় বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থা। এ অবস্থাটা ভয়াবহ বন্যার সতর্কবার্তা দিচ্ছে। বৃষ্টি, ভারী, বর্ষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বরে উজানে মেঘালয়-আসাম থেকে ব্যপকহারে বন্যার পানি আসবে। দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের নদ-নদীগুলো ধারণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। বছরের পর বছর ড্রেজিং না হওয়ায় পলি জমে নদ-নদী ভরাট হয়ে আছে। এ অবস্থায় টানা ক’দিনের ভারী বর্ষণ উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন