বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo
বেশির ভাগ রাস্তায় জলাবদ্ধতা

শেষ আষাঢ়ে রাজধানীতে ঝুম বৃষ্টি, ভোগান্তি

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৪   ১১:৪৩ এএম
webnews24

প্রভাত  ডেস্ক : আষাঢ়ের শেষে এসে আবারও শুরু হয়েছে ঝুম বৃষ্টি। শুক্রবার (১২ জুলাই) ছুটির দিনের সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। বিভিন্ন কাজে যারা বের হয়েছেন বৃষ্টিতে ভিজে, পানি জমা রাস্তায় নাকাল হয়েছেন।
সকালে যারা বের হয়েছেন কাকভেজা হয়ে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে। অনেকেই ছাতা নিলেও প্রচণ্ড বাতাসের কারণে তাতে কোনো কাজ হয়নি। পথচারী, ছিন্নমূল অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থাপনার নিচে। গণপরিবহন ও রিকশাও ছিল কম।
বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেককেই বিভিন্ন দোকান, ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা গেছে। অনেকেই আবার হাঁটুপানি মাড়িয়ে গন্তব্য ফিরেছেন। থেমে থেমে এই বৃষ্টি চলছে।

রাজধানীর কারওয়ান বাজার, ইস্কাটন, দিলু রোড, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, ফার্মগেট, তেজকুনিপাড়া, ধানমন্ডি, পশ্চিম শ্যাওড়াপাড়া, বাড্ডাসহ অনেক এলাকার রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই।
বৃষ্টিতে কারওয়ান বাজারে বেশিরভাগ অংশই হাঁটুপানিতে ডুবে থাকতে দেখা গেছে। বাজারে ক্রেতাও ছিল কম। মগবাজার রেলগেটে থেকে কারওয়ান বাজার রিকশা এসেছেন যাত্রী ইয়াসির আরাফাত।

তিনি বলেন, পুরো বাজারে হাঁটুপানি। অন্য সময় ভাড়া ৪০ থেকে ৫০ টাকা। আজ ১২০ টাকা দিয়ে এলাম।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারাদেশের আকাশ। এতে রোদের দেখা কম পাওয়া যেতে পারে। ফলে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আর আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।
প্রভাত/টুর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন