• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানোর পথে কোহলির একাধিক রেকর্ড

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

আইপিএলের অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচ। তবে জমকালো এই আয়োজনের শুরুটা রাঙাতে পারল না কলকাতা নাইট রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়নদের হেসেখেলেই হারিয়ে শুভসূচনা করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় এই অভিজ্ঞ তারকা ম্যাচটিতে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছেন।
গতকাল (শনিবার) টস হেরে আগে ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান তোলে। তাদের পক্ষে এই ম্যাচ দিয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমেছিলেন অজিঙ্কা রাহানে। ৩১ বলে তার সর্বোচ্চ ৫৬, সুনীল নারিন ২৬ বলে ৪৪ রানের সুবাদে মাঝারি মানের স্কোর গড়লেও রানবন্যার আইপিএলে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। মূলত ডেথ ওভারেই ধরা খেয়েছে কলকাতা। লক্ষ্য তাড়ায় কোহলির ৫৯, ফিলিপ সল্টের ৫৬ ও রজত পাতিদারের ৩৪ রানের ক্যামিওতে বেঙ্গালুরু ২২ বল এবং ৭ উইকেট হাতে রেখে বড় জয় পায়। এই ম্যাচ খেলতে নেমেই মাইলফলক গড়েন কোহলি। এটি ছিল তার ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ফরম্যাটটিতে কোহলির চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল রোহিত শর্মা (৪৪৮) ও দীনেশ কার্তিক (৪১২)। মাইলফলক ম্যাচ খেলতে নেমে কোহলি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এশিয়ার মাটিতে ১১ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করেছেন। এই রেকর্ড গড়তে তার প্রয়োজন ছিল মাত্র ২৪ রান, যা তিনি অনায়াসেই করেছেন। এই ম্যাচ শেষে এশিয়ার মাটিতে কোহলির টি-টোয়েন্টি রান দাঁড়াল ১১০৩৫।
এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে সবমিলিয়ে পঞ্চম রানসংগ্রাহকে পরিণত হয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। ৪০০ টি-টোয়েন্টিতে কোহলি ১২৯৪৫ রান করেছেন। এদিন ছাড়িয়ে যান ১২৯১৩ রান করা ডেভিড ওয়ার্নারকে। রানসংগ্রহে কোহলির সামনে আছেন এখন চারজন– ক্রিস গেইল (৪৬৩ ম্যাচে ১৪৫৬২ রান), অ্যালেক্স হেলস (৪৯৪ ম্যাচে ১৩৬১০), শোয়েব মালিক (৫৫৪ ম্যাচে ১৩৫৩৭) ও কাইরন পোলার্ড (৬৯৫ ম্যাচে ১৩৫৩৭)। এদিন কলকাতার বিপক্ষে আইপিএলে নিজের ১০০০ রান পূর্ণ করেছেন কোহলি। এ নিয়ে তিনি প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আইপিএলে সর্বোচ্চ ৪টি ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ১০০০ রান করলেন। কলকাতা ছাড়াও তার হাজার রানের কীর্তি আছে চেন্নাই, দিল্লি ও পাঞ্জাবের বিপক্ষে। এ ছাড়া কলকাতার বিপক্ষে এক হাজার রান করার দিক থেকে কোহলি তৃতীয়। তার আগে শাহরুখ খানের দলের বিপক্ষে ডেভিড ওয়ার্নার (১০৯৩) ও রোহিত শর্মা (১০৭০) এক হাজার রানের মাইলফলক গড়েছিলেন। এ ছাড়া মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে রান তাড়ায় ৬০০০ রান করেছেন কোহলি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও