• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

ব্যাট কিনে টাকা না দেয়ার অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। গত বছর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এই ঘটনা ঘটে দাবি করলেও, সেই ক্রিকেটারের নাম বলেননি দেশটির এক সংবাদকর্মী। তবে ওই ক্রিকেটার ‘জনপ্রিয়’ বলে উল্লেখ করেন তিনি। এমনকি অভিযুক্ত পাক ক্রিকেটার নাকি ওই দোকানির ফোনকলেও সাড়া দিচ্ছেন না!
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেয়া এক টুইটে এই তথ্য জানিয়েছেন অভিজ্ঞ সাংবাদিক ওয়াহিদ খান। তিনি লিখেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের এক জনপ্রিয় ক্রিকেটার নিউজার্সির একটি দোকান থেকে তিনটি ব্যাট কেনেন। দোকানের মালিক নিউইয়র্কে গিয়ে সেই ব্যাট পৌঁছে দিয়েছিলেন। তবে তিনি এখনও ব্যাটের মূল্য পরিশোধের অপেক্ষায় আছেন এবং সেই ক্রিকেটার তার ফোনকলে সাড়া দিচ্ছেন না। এমন বিব্রতকর অভিযোগ তোলা ওই সাংবাদিক একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত বলে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’। ব্যাটের টাকা পরিশোধ না করার ওই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এমনকি ওই ক্রিকেটার কে হতে পারেন তারা সেই জল্পনাও শুরু করেছেন। একইসঙ্গে এই ঘটনা সত্যি হলে, পাকিস্তান ক্রিকেটের আরও সম্মানহানি ঘটবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। ভারত এবং নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে তারা খাদের কিনারায় চলে যায়। এরপর আয়ারল্যান্ড ও কানাডাকে পরাজিত করলেও বাবর আজমের দল পরের রাউন্ডের টিকিট পায়নি। এমন দলীয় ব্যর্থতার পর ব্যাট কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ পাকিস্তানের জন্য আরও বেশি বিব্রতকর। অবশ্য পাকিস্তান কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, আইসিসি ইভেন্টে লম্বা সময় ধরেই সাফল্য পাচ্ছে না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা কাটিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল তাদের। কিন্তু ঘরের মাঠে ২৯ বছর পর আইসিসি ইভেন্ট প্রত্যাবর্তনের মুহূর্তটা আনন্দঘন করতে পারল না মোহাম্মদ রিজওয়ানের দলটি। গ্রুপপর্বে তারা নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেই বিদায় নিশ্চিত করে। এরপর বাংলাদেশের বিপক্ষে অবশিষ্ট ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো ম্যাচ না জিতেই লজ্জার কীর্তি গড়ে টুর্নামেন্টটির আয়োজকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও