• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

আইপিএল ক্লাসিকোতে মুম্বাইয়ের হার

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

দুই দলই আইপিএলের সবচেয়ে বেশি শিরোপা জয় করেছে। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স– দুই দলের ট্রফি ক্যাবিনেটেই আছে ৫টি করে ট্রফি। ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই একে অন্যের মুখোমুখি। দুই হেভিওয়েট দলের এই ম্যাচকে বলা চলে আইপিএলের ক্লাসিকো। সেই ম্যাচটায় অবশ্য সহজ জয়ই পেয়েছে চেন্নাই। অবশ্য আইপিএলের প্রথম ম্যাচে হারটা মুম্বাইয়ের জন্য নতুন কিছু না। বলা চলে এটা মুম্বাই ইন্ডিয়ান্সের রীতি। এই নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাই। চেন্নাইয়ে আইপিএল ক্লাসিকোতে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। টসে হেরে ব্যাটিং করে মুম্বাই ৯ উইকেটে করে ১৫৫ রান। মাঝারি মানের সেই লক্ষ্য ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাইয়ের মতোই পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। মুম্বাইয়ের শুরুটাই ছিল নড়বড়ে হয়েছিল বিপর্যয় দিয়ে। ইনিংসের চতুর্থ বলেই ডাক মেরে ফিরে যান রোহিত শর্মা। এনিয়ে আইপিএলে ১৮তম শূন্যের দেখা পেলেন রোহিত। আইপিএলে যা যৌথভাবে রেকর্ড। দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েলও ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন। মুম্বাইয়ের ইনিংসে এদিন ধস নামান নূর আহমেদ এবং খলিল আহমেদ। চেন্নাইয়ের হলুদে নিজেদের অভিষেক্কে দুজন মিলে তুলেছেন ৭ উইকেট। নয়ে নেমে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন দীপক চাহার। দলীয় সংগ্রহ ১৫০ পার হয় তার ওই ক্যামিওর কল্যাণে। মুম্বাইয়ের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন তিলক ভার্মা। আফগান বাঁহাতি স্পিনার নূর ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন মোট ৪ উইকেট।
রান তাড়ায় চেন্নাই শুরুতে রাহুল ত্রিপাঠীর উইকেট হারালেও বেগ পেতে হয়নি তাদের। স্বাগতিকদের জয়ের ভিত্তি গড়েন দেন রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন দুজন। ২৬ বলে ৫৩ রান করেন অধিনায়ক গায়কোয়াড়। তবে রাচিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এই ওপেনার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও