• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গবেষণার মান বাড়াতে ইউজিসিকে তদারকির পরামর্শ বিশেষ সিএসআর তহবিলের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক চালু হচ্ছে শেরপুর সরকারি কলেজের বাস, বঞ্চিত নালিতাবাড়ীর শিক্ষার্থীরা ৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ৪৪তম মৌখিক স্থগিত ১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয় বাংলাদেশের রফতানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য তারা ধীরে-ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে : আব্বাস রেকর্ড জয়েই বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের ‘সি৭৫’ লাইন-আপে নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি

ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অভিনেতা : অনুপ্রিয়া গোয়েঙ্কা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : ইন্টিমেসি কোঅর্ডিনেটর— এই শব্দটা দিন দিন বলিউডে আরও জোরালো হচ্ছে, আর কেন হবে না? যুগে যুগে অভিনেত্রীরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তা শুনলে গায়ে কাঁটা দেয়! এবার সেই তালিকায় নাম লেখালেন অনুপ্রিয়া গোয়েঙ্কা, যিনি ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার ২’-এর মতো সিনেমায় নজর কেড়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শুটিংয়ের সময় দু’বার এমন পরিস্থিতির শিকার হয়েছেন, যেখানে সহ-অভিনেতার ‘উত্তেজনা’ তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল! একবার তো চুম্বনের দৃশ্য শুটিংয়ের সময় তিনি বুঝতে পারছিলেন যে উল্টোদিকের মানুষটা নিজেকে সামলাতে পারছেন না! “তখনই মনে হয়েছিল, এটা তো ঠিক হচ্ছে না… অপমানিত লাগছিল,” বললেন অনুপ্রিয়া।
আরেকবার, তিনি এমন পোশাক পরেছিলেন, যেখানে কোমর ধরে অভিনয় করাই স্বাভাবিক ছিল। কিন্তু সহ-অভিনেতা অন্য কোথাও হাত রাখলেন। “যেটা একদমই দরকার ছিল না! কোমরেও তো ধরতে পারতেন— বললেন অভিনেত্রী। যদিও সরাসরি কিছু না বলে, অনুপ্রিয়া নিজেই তার হাত তুলে কোমরে রাখেন আর নরম স্বরে বলেন, “পরের টেক থেকে এখানে ধরো, নীচে নয়। ঘনিষ্ঠ দৃশ্য মানেই কি ঝাঁপিয়ে পড়তে হবে? অনুপ্রিয়ার মতে, তা কিন্তু নয়! তিনি বলেন, “আলতো করেও চুম্বন করা যায়, কিন্তু কেউ কেউ যেন অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে এসব দৃশ্যের শুটিংয়ে, যা পুরো ব্যাপারটাকে অস্বস্তিকর করে তোলে। এটাই কি প্রমাণ করে না যে ইন্টিমেসি কোঅর্ডিনেটর আজকের দিনে কতটা দরকারি? অভিনেত্রীদের শুধু অভিনয় করলেই চলবে, নিজেদের রক্ষা করতেও হবে—এটা কেমন নিয়ম?
তাই প্রশ্ন থেকে যায়—ঘনিষ্ঠ দৃশ্য কি বাস্তবতার নামে সুযোগ নেওয়ার লাইসেন্স? একা অভিনেত্রীরা কতদিন এভাবে নিজেদের সুরক্ষা করতে বাধ্য হবেন?


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও