• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কোনও মাঠ আর কোনও ক্লাবের নিয়ন্ত্রণে থাকবে না বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছি, ডিএনসিসির মাঠগুলো ক্লাবের অধীনে থাকবে না। ক্লাবের দখলে থাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ হয়ে গিয়েছিল। অথচ পাবলিক স্পেসে মানুষ আসবে-যাবে, শিশু-কিশোররা খেলাধুলা করবে—এটাই তাদের অধিকার।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে ‘ক্রিকেট কার্নিভাল-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি ও বনানী স্পোর্টস এরেনা যৌথভাবে এর আয়োজন করে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে রয়েছে কেয়ার গিভিং সার্ভিস। তাদের বিকাশ ও বিনোদনের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এই মডেল অনুসরণ করে অন্যান্য মাঠেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় অধিবাসীদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে মাঠগুলো দেখভালের ব্যবস্থা করা হবে।
আগামী মাস থেকে প্রতিটি ওয়ার্ডে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট, যেখানে প্রতিটি ওয়ার্ডের জন্য থাকবে ১ লাখ টাকা করে পুরস্কার। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মোট ৫৪ লাখ টাকার প্রাইজমানি থাকবে বলে জানান তিনি। এছাড়া, প্রতিবছর চারটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও তুলে ধরেন প্রশাসক। তিনি আরও বলেন, নারীদের জন্য আলাদা টুর্নামেন্টের ব্যবস্থা করা হবে। এই শহরে নারীদের জন্য আরও বেশি পাবলিক স্পেস তৈরি করতে হবে। এসব আয়োজন শুধু বিনোদন বা যুব উন্নয়নের জন্য নয়, বরং কালচারাল ফ্যাসিজম মোকাবিলার দিকেও নজর দেওয়া হচ্ছে।
বক্তৃতা শেষে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন উপলক্ষে ব্যাট হাতে মাঠে নামেন ডিএনসিসি প্রশাসক নিজেই। বিপরীতে বোলিং করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা মোহাম্মদ রফিক। পরে অতিথিদের সঙ্গে নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবির প্রদর্শনী উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার সুমন, জাবেদ ওমর বেলিম ও শাহরিয়ার নাফীস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও