• শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি
গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সাদা কাগজে স্বাক্ষর নিয়ে প্রতারণার অভিযোগ

প্রভাত রিপোর্ট / ২২ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নজরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান রাশেদের বিরুদ্ধে। গতকাল রবিবার বেলা ১১টায় গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মাসুদা বেগম।
মাসুদা বেগম জেলা শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ি শহরের মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা দীর্ঘ ২৮ বছর ধরে বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত তার ছোট ভাই শফিউল আজম পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারা ওই দেশের নাগরিকত্বও গ্রহণ করেছেন।
মাসুদা বেগম বলেন, এ অবস্থায় আমি ভূমিহীন হিসেবে জায়গাটি লিজ নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করি। কিন্তু গত ১৬ এপ্রিল আমার ভাগ্নে মাহফুজার রহমান রাশেদ লিজের আবেদনের বিষয়ে ভুল বুঝিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষর দিয়ে লিজ নেয়ার জন্য আমি যে আবেদন করেছিলাম সেটি বাতিলের জন্য আরেকটি আবেদনপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেয় রাশেদ। সে অবাধে নানা অপকর্ম করতো। ভুক্তভোগী মাসুদা বেগম ভাগনে রাশেদের এমন প্রতারণার জন্য প্রশাসনের কাছে তার শাস্তি দাবি করেন। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে মাহফুজার রহমান রাশেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
য়ার দাবি জানাব।’
ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে ওসি শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে তাৎক্ষণিক বদলির বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও