• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

আইপিএল পুনরায় শুরু আগামী ১৭ মে, শেষ হবে ৩ জুন

প্রভাত রিপোর্ট / ৩১ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ভারত–পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়া আইপিএল আগামী ১৭ মে শনিবার পুনরায় শুরু হয়ে শেষ হবে ৩ জুন। সোমবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ৯ মে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় এবারের আইপিএলের বাকি অংশ। পুনরায় শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদ। মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই। তবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিন–তারিখ ঠিক করা হয়েছে। ২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। পরিবর্তিত সূচিতে মোট ১৭ ম্যাচের মধ্যে ১৩টি লিগ ম্যাচ এবং বাকি ৪টি ম্যাচ খেলা হবে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত। ধর্মশালায় ৮ মে দিল্লি–পাঞ্জাব ম্যাচে প্রথম ইনিংস চলাকালীন খেলা বন্ধ ঘোষণা করা হয়। সেদিন ভারতের জম্মুসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তান। এয়ার রেইড সতর্কতার অংশ হিসেবে এরপর ধর্মশালায় স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ পর পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়। পরিবর্তিত সূচিতে এই ম্যাচ ২৪ মে জয়পুরে আবারও অনুষ্ঠিত হবে। আর ১৭ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে এবারের আইপিএল।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে ব্যাপক আলোচনার পর’ আইপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
পূর্বের সূচি অনুযায়ী ২৫ মে কলকাতায় শেষ হওয়ার কথা ছিল আইপিএল। পরিবর্তিত সূচিতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে আইপিএল। তিন ম্যাচের এই সিরিজ ২৯ মে বার্মিংহামে শুরু হয়ে শেষ হবে ৩ জুন ওভালে। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ডাক পাওয়া রোমারিও শেফার্ড, শামার জোসেফ, শেরফান রাদারফোর্ড খেলছেন এবার আইপিএলে। ইংল্যান্ড এখনো তাদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেনি। ইংল্যান্ডের জস বাটলার, ফিল সল্ট, জ্যাকব বেথেল, উইল জ্যাকস, রিস টপলি খেলছেন আইপিএলে। সূচি পরিবর্তিত হওয়ায় আইপিএলের সাত দিন পরই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়সশিপ ফাইনাল। ১১ জুন লর্ডসে এই ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করার কথা দুই দলের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও খেলছেন এবারের আইপিএলে।
ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে সংঘর্ষ চলার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দেশ দুটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও