• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:১০ অপরাহ্ন

সারাদেশে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে ৩ দিনের কলমবিরতি কর্মসূচি শুরু

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ঢাকার এনবিআর ভবনসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে তিন দিন কলমবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন। তিন দিনের এ কলমবিরতি শুরু হয়েছে আজ বুধবার। আজ সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়, চলবে বেলা ১টা পর্যন্ত। বেলা পৌনে ১১টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন না। অনেকে আলোচনা ও গল্প করছিলেন।
এনবিআর ভবনের নবম তলায় গিয়ে দেখা যায়, সেখানে কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি কর্মসূচির একটি ব্যানার টানিয়ে এর আশপাশে অবস্থান নিয়ে আছেন। সেখানে উপস্থিত কয়েকজন জানান, আজ সকালে অফিস সময় শুরু থেকে (১০টা) তাঁরা কলমবিরতি পালন করছেন।
অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কণ্ডু বলেন, ‘আজ সকাল থেকে আমাদের এ কলমবিরতি কর্মসূচি শুরু হয়েছে। দাবি না আদায় হলে তিন দিন পর্যন্ত এ কলমবিরতি চলবে। এরপরও দাবি আদায় না হলে আমরা আলোচনা করে নতুন কর্মসূচি দেব।’
সাধন কুমার আরও বলেন, ‘আমাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের ওপর মহল থেকে কোনো সাড়া পাইনি। আশা করি, গণমাধ্যমের মাধ্যমে সরকারের ওপর মহল ইতিমধ্যে আমাদের দাবির বিষয়টি জেনেছেন। ফলে তাদের থেকে ভালো সাড়া পাব বলে আশা করছি।’
গত সোমবার রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করে। এর পরিপ্রেক্ষিতে এনবিআরের আওতাধীন কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল মঙ্গলবার এই কলমবিরতি কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বিকেলে ঢাকার আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে কলমবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, সারা দেশের কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়গুলোয় তিন দিন কলমবিরতির সময় আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি—এ তিন ধরনের কার্যক্রম চালু থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও