• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

‘নজরুল পুরস্কার-২০২৫’ পাচ্ছেন শবনম মুশতারী

প্রভাত রিপোর্ট / ৫৯ বার
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

প্রভাত বিনোদন : একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী বাংলা একাডেমি প্রদত্ত ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য প্রতি বছর এ পুরস্কার প্রদান করে আসছে। এ বছর নজরুল সংগীতচর্চার মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য শিল্পী শবনম মুশতারীকে বাংলা একাডেমি এ পুরস্কার প্রদান করছে। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন বাংলা একাডেমির সহপরিচালক ি(জনসংযোগ উপবিভাগ) মো. রফিকুল ইসলাম ।
আগামীকাল (২৫ মে) বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিল্পী শবনম মুশতারীর হাতে ‘নজরুল পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হবে। এ বছর নজরুল গবেষণার জন্য অনন্য অবদান রাখার জন্য নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হককেও এ পুরস্কার প্রদান করা হবে। শিল্পী শবনম মুশতারী স্মৃতিবিভ্রমসহ নানা অসুখে ভুগছেন। তিনি বাকশক্তিহীন, চলাচলও করতে পারেন না। কাউকে চিনতেও কষ্ট হয়। কিছুই মনে রাখতে পারেন না।
শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। তার বাবা নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা মহাসচিব কবি তালিম হোসেন। মা মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলাবিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সংগীতশিল্পী।
বিবাহিত জীবনে শবনম মুশতারীর এক ছেলে, এক মেয়ে রয়েছে। ছেলে পাইলট ও মেয়ে বিয়ে করে সংসারী। শবনম মুশতারীর দুই ভাই শাহরিয়ার চৌধুরী ডেটা অ্যানালিস্ট ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন। ষাটের দশকে সংগীতজীবন শুরু করেন শবনম মুশতারী। আধুনিক ও নজরুলসংগীতে তার ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘বেস্ট অব শবনম মুশতারী’, ‘প্রিয় কবির প্রিয় গান’, ‘প্রিয় এমন রাত’ প্রভৃতি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও