• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

এবারেও বিগ ব্যাশের ড্রাফটে প্রথম তালিকায় নেই বাংলাদেশের কোনো তারকা

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: ক্যালেন্ডার অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের খেলা মাঠে গড়াবার কথা। আর সেই আসরকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। এরইমাঝে তাতে নামও জমা পড়েছে। এবারের বিগব্যাশের ড্রাফটে জমা পড়া নামের মাঝে সবার ওপরে আছে শাহীন আফ্রিদির নাম। পাকিস্তানের এই বাঁহাতি পেসার পুরো আসরের জন্যই নিজের নাম জমা দিয়েছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী, এরইমাঝে শাহিন আফ্রিদির দিকে নজর আছে ব্রিসবেন হিটের। চলতি বছর ড্রাফটের শুরুতেই সুযোগ পাচ্ছে তারা। তবে ব্রিসবেন হিট ইতিমধ্যেই বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসনকে স্কোয়াডে রেখেছে এবং তারা গত মৌসুমে প্ল্যাটিনাম বেতনের অধীনে সাইন করা কলিন মানরোকেও ধরে রাখতে পারে। যার ফলে আফ্রিদি ২ নম্বরে থাকা অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে চলে যেতে পারেন। এই দলটিও ইতোমধ্যে একজন ফাস্ট বোলার নেয়ার আগ্রহ দেখিয়েছে।
আফ্রিদির সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ড্রাফটে আরও আছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং বিগ ব্যাশে পরিচিত মুখ হারিস রউফ ও শাদাব খান। এই চার পাকিস্তানিই এবার আছেন ড্রাফট তালিকার সবার শীর্ষে।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে পাকিস্তানের বড় ফাঁকা সময় থাকায়, দেশটির জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই বিগ ব্যাশে অংশ নেয়ার সুযোগ থাকছে।
বিগব্যাশে ড্রাফট মনোনীতরা: স্যাম কারান (ইংল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), লকি ফার্গুসন (নিউ জিল্যান্ড), টিম সাউদি (নিউ জিল্যান্ড), শাহীন আফ্রিদি (পাকিস্তান), শাদাব খান (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা) এবং শামার জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)। তবে এবারেও প্রথম তালিকায় নেই বাংলাদেশের কোনো তারকা। যদিও চূড়ান্ত ড্রাফটে থাকতে পারে একাধিক বাংলাদেশি তারকার নাম। সবশেষ গেল আসরে এই ড্রাফটে নাম লিখিয়ে দল পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্স তাকে দলে টেনেছিল। যদিও এনওসি জটিলতায় হোবার্টের হয়ে খেলতে পারেননি এই লেগ স্পিনার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও