• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

প্রভাত অর্থনীতি: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে শুভেচ্ছা জানান।
বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০২৪ সালের জন্য ২০% ডিভিডেন্ড (১০% ক্যাশ ডিভিডেন্ড এবং ১০% স্টক ডিভিডেন্ড প্রতি শেয়ারে) প্রদানের অনুমোদন দেন।
৩১ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন এবং ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন ও নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৯,৮৭৫.৫ মিলিয়ন টাকা যা ২০২৩ সালে ছিল ৫৯৩,৮৮৩.১ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৮৫,৯৯২.৪ মিলিয়ন টাকা বা ১৪.৫%। ২০২৪ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমান ৪২৮,৬৮৯.৪ মিলিয়ন টাকা যা ২০২৩ সালে ছিল ৪১২,০৭৩.০ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৪.০%। ২০২৪ সালে ব্যাংকের ডিপোজিট ৪৯,২৮২.৪ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫২১,৮৭২.৫ মিলিয়ন টাকা যা ২০২৩ সালে ছিল ৪৭২,৫৯০.১ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১০.৪%।
ব্যাংক ২০২৪ সালে ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ৫,৩৬৯.৫ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা অর্জন করে ৪,৭৩৪.৮ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৫.৩৯ টাকা। Basel III অনুযায়ী ২০২৪ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৩.৮% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকা বাঞ্ছনীয়। সভা ব্যাংকের পরিচালক হিসেবে Ms. Tang Yuen Ha, Ada -এর পুনঃনিয়োগ অনুমোদন করে।
সভা ২০২৫ সালের জন্য কোম্পানীর বহিঃনিরীক্ষক হিসেবে পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরী, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস -এর নিয়োগ অনুমোদন করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও