শুভংকর দাস বাচ্চু, কচুয়া: বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছেন কচুয়া উপজেলার গোপালপুরের কৃতিসন্তান মনিরুল ইসলাম খান। বিএনপির ঢাকা মহানগরের সক্রিয় নেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি সুপরিচিত। তিনি এক সময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে জেলা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি সামাজিকভাবে একজন প্রতিষ্ঠিত সংগঠক। ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর আজীবন সদস্য ছাড়াও ক্রিসেন্ট ক্লাবের সভাপতি এবং ঢাকাস্থ কচুয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনবার শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
সামাজিক উন্নয়নে তার ভূমিকা চোখে পড়ার মতো। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সোচ্চার এই নেতা শিক্ষার প্রসারে বিশেষ মনোযোগী। কচুয়া ও বাগেরহাট এলাকার স্কুল-কলেজে যেমন ঘন ঘন পরিদর্শনে যান, তেমনি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের খোঁজখবর নেন নিজে গিয়ে।
মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের মূল্যায়ন করে দলীয় নেত্রী আমাকে প্রার্থী মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরো বলেন, “গত দুই যুগে বাগেরহাট জেলা বিএনপি সাংগঠনিক দিক থেকে পিছিয়ে পড়েছে। আমি চাই নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে ‘পরিবর্তনের অঙ্গীকার’ বাস্তবায়ন করে আধুনিক ও সুশৃঙ্খল বাগেরহাট গড়ে তুলতে।”
মনিরুল ইসলাম খানকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তৃণমূলের রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ও সক্রিয়তা তাকে আসন্ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।#