• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

জনগণ প্রস্তুত হলেই বাংলাদেশ বদলে যাবে- ফয়জুল করীম

প্রভাত রিপোর্ট / ৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মো.নজরুল ইসলাম গাইবান্ধা:গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় ইসলামী আন্দোলনের গণসমাবেশে শায়খে চরমোনাই: “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র শুধু নেতা নয়,নীতির পরিবর্তনের জন্য ইসলামি নেতৃত্বই যথেষ্ট” গাইবান্ধা, ২৪ জুন ২০২৫ (মঙ্গলবার): দুপুরে গাইবান্ধা পৌরপার্ক শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর ও বিশিষ্ট আলেম মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩বছর পরেও মানুষের ভাগ্যের পরির্বতন হয়নি। তিনি আরো বলেন, জুলাই বিপ¬বের পরে বিএনপির অভ্যন্তরীন কোন্দলে ১৩০জন নেতাকর্মী নিহত হয়েছে। বিএনপি আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা। এ সময় তিনি গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে গাইবান্ধা-২(সদর) আসনে প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে মাওলানা আওলাদ হোসেন ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মুফতি তৌহিদুল ইসলাম।
তারা সবাই ক্ষমতার রাজনীতি করে। “দেশের রাজনৈতিক ব্যর্থতা, দুর্নীতি, ব্যাংক লুটপাট,দুঃশাসন, বৈষম্য ও মূল্যস্ফীতির জন্য দায়ী বিগত পলাতক সরকারসহপ্রচলিত ধারার রাজনৈতিক দলগুলো তাদের দায় এড়াতে পারেনা। প্রকৃত পরিবর্তন আনতে চাইলে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য। আমরা নেতৃত্ব নিতে প্রস্তুত, জনগণ প্রস্তুত হলেই বাংলাদেশ বদলে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশে গরিব থাকবে না। তিনি বলেন, পুজিবাদী ব্যবস্থা গরিবকে আরো গরিব বানায় , ধনীকে আরো ধনী করে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা গরিবকে ধনী করে আর ধনীদের অর্থনৈতিক ভারসাম্য তৈরী করে। ” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), যিনি ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক বিস্তারিতনিয়ে কথা বলেন। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাড. এম. হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, মো. মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, অ্যাড. মোহাম্মদ আজিজুল ইসলাম, আহমাদ আলী, মোহা: আব্দুল মুত্তালিব মন্ডল, আমিুল ইসলাম বুলবুল, হাফেজ মাও: মো. খায়রুজ্জামান, মো. আকরাম হোসেন, মো. আওলাদ হোসাইন, মো. আসাদুল্লাহ আল গালিব, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শরিফ, শাহাজ উদ্দিন রিয়াদ প্রমুখ। গণ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারী মুফতি আল আমিন বীন হোসাইন।
বক্তারা গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদ জানান।
গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। বক্তারা বলেন— জনগণের ভোটাধিকার হরণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন। জনগণকে অসহায় করে তুলেছে। ইসলামী আন্দোলনের দাবি, “নেতা নয়, নেতৃত্ব পরিবর্তন চাই।” ইসলামি আদর্শে ভিত্তি করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। এছাড়াও ফিলিস্তিন ও ইরানের উপর ইসরাইলী এবং মার্কিন বর্বর আগ্রাসনের তীব্র নিন্দা জানান। সমাবেশের সভাপতিত্ব করেন: প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখা। সমাবেশে গাইবান্ধা জেলা সদরসহ ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশটি সফল করতে গত সোমবার দুপুরের জেলা শহরের মটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। সমাবেশে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীর নাম ঘোষনা করা হয় এবং হাত পাখা প্রতীকে ভোট দেয়ার জন্য গাইবান্ধাবাসীকে আহবান জানান। এর পরে তাঁর জেলার গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে ইসলামী সমাবেশে যোগদানের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও