প্রভাত সংবাদদাতা, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক। (২৪ জুন) মঙ্গলবার বিনোদপুর ও শ্যাওলাগাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) ও সাবেক ইউপি সদস্য মো. সাগর (৫৫) কে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, পৌর শহরের ধুনটমোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মো. সাগর আলীকে বিনোদপুর বাজার এলাকা থেকে সকাল ১০ টার দিকে আটক করে এস আই মো. তোফাজ্জল হোসেন।
অপরদিকে উপজেলার হাপুনিয়া এলাকায় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলার মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী কুসুম্বী ইউনিয়নের শ্যাওলাগাড়ি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামীলীগরে ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান কে শ্যাওলাগাড়ি বাজার থেকে মঙ্গলবার দুপুর ১ টার দিকে আটক করে শেরপুর থানার এসআই মো. আমিরুল ইসলাম।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মঈনুদ্দিন বলেন, আটককৃত দুই জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।