প্রভাত অর্থনীতি: বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দামের হ্রাস-বৃদ্ধি করা হয়। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় মঙ্গলবার (২৪ জুন) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছেন সোনা ব্যবসায়ীরা। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ১ হাজার ৬৬৮ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। নতুন এই দাম বুধবার (২৫ জুন) থেকে কার্যকর করা হয়েছে।
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের সঙ্গে সোনার দামও কমে গেছে। সাধারণত এ ধরনের অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার দাম বেড়ে যায়। কিন্তু ১২ দিনের এই যুদ্ধের সময় সোনার দাম তেমন একটা বাড়েনি। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববাজারে স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৩ হাজার ৩১৯ দশমিক ৯৬ ডলারে। এমনকি একপর্যায়ে তা ২ শতাংশের বেশি কমে যায়। ফলে মূল্যবান এই ধাতুর দাম ৯ জুনের পর সবচেয়ে নিচে নেমে আসে। মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৩৩৩ দশমিক ৯ ডলারে চলে আসে।
রয়টার্সের সংবাদে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেছে, এটাই এখন সোনার দামে সবচেয়ে বড় প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদ ছেড়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে যেতে চাইছে।
বিশ্লেষকেরা মনে করেন, সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৩০০ ডলারের আশপাশে থাকা ভালো, এই দামে বেচাকেনা বাড়বে। দাম ৩ হাজার ২৫০ ডলারে নেমে এলে তা আরও ভালো। এই দামে বেচাকেনা আরও বাড়বে।
এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর গতকাল বিশ্বজুড়ে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে যদিও মার্কিন ডলারের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল কংগ্রেসের শুনানিতে দেওয়া এক লিখিত বক্তব্যে জানিয়েছেন, আমদানি পণ্যের ওপর বাড়তি শুল্ক মূল্যস্ফীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা বুঝতে আরও কিছু সময় লাগবে। এরপরই যুক্তরাষ্ট্রে নীতি সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের শেষে মোট ৫০ ভিত্তি পয়েন্ট সুদ কমতে পারে। এর মধ্যে অক্টোবরেই ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হতে পারে। সাধারণভাবে যুক্তরাষ্ট্রের নীতি সুদহার কম থাকলে সোনার দাম বাড়ে, কারণ, সোনা থেকে সরাসরি সুদ পাওয়া যায় না।
রুপার দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩৫ দশমিক ৮৩ ডলারে; ৫ জুনের পর যা সবচেয়ে কম। অন্যদিকে প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩১৪ দশমিক ৯১ ডলার, প্যালাডিয়ামের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১ দশমিক ৯০ ডলার।