• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

৪৩ দিন পর নগর ভবনে এলেন প্রশাসক

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। নগর ভবনে এসে তিনি সাংবাদিকদের বলেন, সব বিভাগের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা দেড়টার দিকে শাহজাহান মিয়া নগর ভবনে আসেন। নগর ভবনে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।’
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলন শুরু হয়। ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। ফলে গত ১৪ মে থেকে সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি। গত রবিবার ইশরাক সমর্থকেরা তাঁদের চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। সেদিন তাঁরা বলেছিলেন, নগর ভবনে দৈনন্দিন সেবা চালু হলেও প্রশাসক আসতে পারবেন না। সংস্থাটির প্রকৌশল বিভাগ বন্ধ থাকবে।
তবে সংস্থাটির প্রশাসক শাহজাহান মিয়া আজ নগর ভবনে এলে তাঁকে অভ্যর্থনা জানান ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি করপোরেশনের কর্মচারীরা। সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও আজ নগর ভবনে আসতে দেখা গেছে।
ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি করপোরেশনের বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী বলেন, উচ্চপর্যায়ের নির্দেশে তাঁরা প্রশাসককে এখন থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও