মো. দরাজ আলী, মুক্তাগাছা: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাটবওলা জনতা উচ্চ বিদ্যালয় গতকাল রবিবার উপজেলা একাডেমিক সুপারভাইজর জেসমিন খান পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন, ভবনের মান ঠিক আছে কিনা, প্রতিটি শ্রেণি কক্ষ ছাত্র/ছাত্রীদের উপস্থিতি ও কাগজ পত্রাদি পরিদর্শন করেন। পরিদর্শণ শেষে সকল শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীদের নিয়ে মত বিনিময় করেন। তিনি বলেন-শিক্ষক/কর্মচারীদের যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান। ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার গুণগত মান বাড়াতে হবে। সকল ছাত্র/ছাত্রীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে। পরিদর্শনে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান মুক্তাগাছা উপজেলায় ৪৫টি হাই স্কুল, ২৬টি মাদ্রাসা ও ১টি স্কুল এন্ড কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিরলস ভাবে পরিদর্শন করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক/কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি ও ছাত্র/ছাত্রীদের লেখা পড়ায় মনযোগি করে তুলতে কঠোর প্ররিশ্রম করে যাচ্ছেন। তিনি মুক্তাগাছায় যোগদানের পর থেকে মুক্তাগাছার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়ার মান বৃদ্ধি পেয়েছে বলে প্রধান শিক্ষক শাহাব উদ্দিন তালুকদার জানান। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ছাত্র/ছাত্রীদের লেখা পড়ায় কিভাবে মনযোগি হওয়া যায় সেদিকে সু-দৃষ্টি রাখতে হবে। ছাত্র/ছাত্রীরা যাতে মোবাইল ফোনে আশক্তি না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহাব উদ্দিন তালুকদার, সহ-প্রধান শিক্ষক বদিউজ্জামান, সহ-শিক্ষক সিরাজুল ইসলাম, আবু তালেব, মাহফুজুর রহমান, আঃ করিম, ওবায়দুল্লাহ, বিথী রাণী দত্ত, উম্মে আরিফা আফরোজা, প্রিয়াংকা পাল, অন্যান্য কর্মচারিদের মধ্যে কামরুল ইসলাম, আবু হিমেল রনি, দরাজ আলী, মোশারফ হোসেন, মেহেদুল হাসান খোয়াজ, ফাহাদী সরকার রাহাত।