• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর আত্মপ্রকাশ ক্ষোভের মুখে টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা কী আছে জুলাই ঘোষণাপত্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দুর্গাপুরে বিএনপির বিজয় মিছিল গাইবান্ধায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শিবচরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত কচুয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সোনাইমুড়িতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শিবচরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

হাসানাত আকাশ, শিবচর: মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে উপজেলার শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের মূল ফটোকের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন মাদারীপুর-১ (শিবচর) মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব আকরাম হুসাইন ও সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
উপস্থিত বক্তারা গত বছরের জুলাই ও আগস্টের পটভূমি তুলে ধরেন।বক্তারা বলেন,‘চব্বিশের জুলাই ও আগস্টে যারা প্রাণ দিয়েছে তারা দেশের বীর সেনা। এই শহীদদের বিনিময়ে আজকের বাংলাদেশ। ছাএ-জনতার আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার।এত কিছুর পরও আজ দেশ স্বাধীন নয়। ইসলামী আন্দোলন সবসময় দেশের কথা বলে,দেশের মানুষের কথা বলে।দেশ যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারমুক্ত না হবে ও একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ইসলামী আন্দোলনের দাবী পিআর পদ্ধতির মাধ্যমে ভোট হতে হবে।দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে।বাংলাদেশের প্রতিটি মানুষ এখন ইসলামী শাসন চায়,আর কোন স্বৈরশাসক চায় না।জুলাই ও আগস্টে গণ-অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সমাবেশ শেষে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি গণমিছিল বের হয়।গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঐ একই স্থানে শেষ হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের মনির,সাধারণ সম্পাদক মাওলানা মো.মনিরুল ইসলাম,বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর আ.সালাম,ইসলামী পৌর শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ঢালী,মাওলানা মো.নাসির উদ্দিন,মুজাহিদ কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও