ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া মৌজায় একটি ফিসারীতে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ফিসারীর মালিক মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৪৮) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, “নেহাল ফিসারিজ” নামের ওই ফিসারীতে দীর্ঘদিন ধরে পাংগাস, রুই, কাতলা, তেলাপিয়া ও বাংলা বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন হাবিবুর রহমান। কিন্তু এলাকার কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং ফিসারীর ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছিল।
৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে নিয়মমাফিক ফিসারীর মাছ পরিদর্শন শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন মালিক। পরদিন ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে নাইটগার্ড মোবাইল ফোনে খবর দেন যে, ফিসারীর মাছ মরতে শুরু করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ মাছ মরিয়া পানিতে ভাসছে।
মালিকের অভিযোগ, বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে রাতে ফিসারীতে কীটনাশক জাতীয় বিষ প্রয়োগ করে এ ক্ষতি করেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় হাবিবুর রহমান স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবগত করার পর ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোঃ মিজান আলী, মোঃ লোকমান আলী, মোঃ ফজলুল হক, মোঃ আব্দুল মতিন, মোঃ আঃ খালেক, মোঃ রমজান আলী ও মোঃ রফিকুল ইসলামসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।