• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

পিরোজপুরে নব নির্বাচিত চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা

প্রভাত রিপোর্ট / ৩৮ বার
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পিরোজপুরে জেলা প্রশাসক আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পিরোজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বে চেম্বারের একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবীর , সহ-সভাপতি মেহেদী হাসান ,সহ পরিচালক হারুন অর রশিদ, কামরুজ্জামান শুভ্র, গৌরাঙ্গ দাস, রফিকুল ইসলাম, রাসেল আকন, মিজানুর রহমান শরীফ, সোহাগ ফকির ও আরিফুল ইসলাম।
শুভেচ্ছা বিনিময়কালে নব নির্বাচিত সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জেলা প্রশাসককে অভিনন্দন জানান এবং জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং জেলা শহরে একটি বিসিক শিল্প নগরী সহ নাজিরপুর উপজেলার ভাসমান বাজারকে টুরিস্ট জোন হিসাবে ঘোষণার দাবী করেন।
এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ চেম্বারের নেতৃবৃন্দের সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সরকারি-ও বেসরকারি সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, জেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসন সবসময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও