মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর ৩৬৭/২-এস পিলার সংলগ্ন ৫০ বিজিবি’র অধীনস্থ ডাবরী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ওয়ালীগড় নামক স্থানে টহলকারী বিএসএফ এর কাছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় গত ২ মার্চে বালিয়াডাংগী থানার লাহেড়ী গ্রাম এর স্বাধীন পালের ছেলে তুলানপাল (২৪), দুখু সিংহের ছেলে, মিঠুন সিংহ (১৮) ও পঞ্চগড় জেলার আটোয়ারীর আলোয়াখোয়া গ্রামের মেঘলাল চন্দ্রের ছেলে, মনোহরি চন্দ্র সিংহ (২১) নামে তিনজন আটক হয়। পরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি তৎপরতা ও নিরলস প্রচেষ্টায় ৩ মার্চ ২০২৫ বেলা সাড়ে ১২টার সময় বিজিবি-বিএসএফ কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি কর্তৃক বাংলাদেশী ওই ৩ নাগরিককে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।